• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

জাতীয়

ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করলো পোশাক শ্রমিকরা

  • ''
  • প্রকাশিত ০৭ নভেম্বর ২০২৩

পোশাক শ্রমিকদের মজুরি বাড়িয়ে ন্যূনতম ১২ হাজার ৫০০ টাকা করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। মজুরি নূন্যতম ২৩ হাজার করার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে সংগঠনের সহসভাপতি খালেকুজ্জামান লিপন।

পোশাক শ্রমিকদের মজুরি বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করার সিদ্ধান্তের পরপরই মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে আপত্তি জানায় তারা। এরপরই নিম্নতম মজুরী বোর্ড চেয়ারম্যান কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিল করে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতাকর্মীরা। মিছিলটি তোপখানা রোড হয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে এসে শেষ হয়।

সংগঠনটির নেতারা বলেন, গার্মেন্টস মালিকদের প্রেসক্রিপশনেই সরকার সিদ্ধান্ত নিয়েছে, এতে শ্রমিকদের স্বার্থ রক্ষা হয়নি। ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে আন্দোলন চলমান থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads